Wednesday, February 20, 2013

সংবাদ সম্মেলনে মুক্ত ফখরুল

এদিকে মুক্তি পাওয়ার পর তিন নেতা সরাসরি নয়া পল্টনের দলীয় কার্যালয়ে যান। সেখানে তাৎক্ষনিক এক সংবাদ সম্মেলনে ফখরুল জানান, আটক সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। হরতাল প্রত্যাহর নয়, আগামী ১৮ ও ১৯ তারিখের হরতাল কর্মসূচী থাকবে। তিনি বলেন, পুলিশের উদ্ধার করা এসব বিস্ফোরক আমাদের অফিসে ছিল না। অভিযানে সবই ছিল পুলিশের সাজানো নাটক। পুলিশ যা করেছে তা অগনতান্ত্রিক। তিনি বলেন, জনগনের আন্দোলনের মুখে আজ আমাদের ছেড়ে দেয়া হয়েছে। এ সরকার নিজেরাই সমস্যা তৈরী করে তা বিরোধী দলের ওপর চাপিয়ে দিয়ে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে চায়। সরকার আমাদের শান্তিপূর্ণ সভায় গোলযোগ সৃষ্টি করেছে। তিনি বলেন, পুলিশ আমাদের অফিসের কম্পিউটার ভাংচুর, অর্থ লুণ্ঠন, টিভি ও এসি নষ্ট করে দিয়েছে। এছাড়া জরুরী দলীলপত্র নিয়ে গেছে। চেয়ার টেবিল ভাংচুর হয়েছে।

তিনি বলেন,এ সরকার গণতন্ত্রে বিশ্বর করে না তার প্রমাণ গতকাল দিয়েছে। তিনি আবিলম্বে আটক সকলের মুক্তির দাবী জানান।