Tuesday, March 12, 2013

আগুন বিস্ফোরণে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

কড়া নিরাপত্তা ব্যবস্থায় রাজধানীসহ সারাদেশে গাড়িতে অগ্নিসংযোগ, সড়ক-মহাসড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ ও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

সোমবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ ও কেন্দ্রীয় নেতাদের আটকের প্রতিবাদে এই হরতাল পালিত হচ্ছে।

হরতাল চলাকালে মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির সামনে একটি বাসে আগুন দেয় হরতাল সমর্থকরা।

সকালে রাজধানীতে কয়েকটি স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটেছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে চাইলে ঢাকা জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানকে বাধা দেয় পুলিশ।

এছাড়া সকাল ৮টার দিকে শনির আখড়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ শাখার ব্যানারে মিছিল বের করে শিবির। ১০ থেকে ১৫ মিনিট স্থায়ী এ মিছিলে অংশ নেন প্রায় শতাধিক নেতাকর্মী। মিছিলের একটু পরেই সেখানে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তবে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই মিছিলটি শেষ করেন তারা। পুলিশ বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে।

হরতালের শুরুতেই মিরপুর এক নম্বর গোলচত্বর ওভার ব্রিজের নিচে পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। সেখানে গাড়ি ভাংচুরও করা হয়। পুলিশ এক চালককে আটক করে।

মিরপুরে পাইকপাড়ায় হরতালের সমর্থনে শিবির ঝটিকা মিছিল করে। এ সময় আশপাশে পুলিশকে দেখা যায়নি।

সকাল সোয়া ৭টার দিকে একইভাবে পুরান ঢাকার ওয়াইজঘাট এলাকায় আরেকটি ঝটিকা মিছিল বের করে শিবির। এ সময় কোতোয়ালি থানা পুলিশ তাদের ধাওয়া দিলে মিছিলকারীরা আশপাশের অলি-গলিতে পালিয়ে যায়। এ সময় একজনকে আটক করে পুলিশ।

যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীজুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন সড়কে পুলিশের পাশাপাশি র‌্যাবের কড়া নজরদারি রয়েছে।

সংখ্যায় কম হলেও ভোর থেকেই রাজধানীর সড়কগুলোতে রিকশা ও সিএনজি চালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে।

No comments:

Post a Comment